২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> কৃষি >> খুলনা >> দেশজুড়ে >> ব্যবসা ও বানিজ্য >> সোস্যাল মিডিয়া
  • অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে প্রবাসী বায়েজিদ সফল খামারি
  • অদম্য ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে প্রবাসী বায়েজিদ সফল খামারি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):>>>

    অদম্য ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে আমেরিকান প্রবাসী বায়েজিদ শেখ এখন সফল খামারি। মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের প্রত্যন্ত জনপদ গোয়ালীরমেঠ গ্ৰামের প্রবাসী বায়েজিদ শেখ,শিকড়ের টানে শখ করে গোয়ালীরমেঠ নিজ বাড়িতে, এ আর এ, এগ্ৰো গরুর ফার্ম দিয়ে সফল খামারি ও ব্যবসায়ীর খাতায় নাম লিখেয়েছেন। প্রত্যন্ত জনপদে বসবাস করা বায়েজিদ শেখ ২০০৬ সালে লটারির মাধ্যমে পাড়ি জমান আমেরিকায়।
    বি,এল কলেজে লেখাপড়া চলাকালীন আমেরিকান ফ্রি লটারিতে বিজয়ী হয়ে পাড়ি জমান প্রবাসে। দেশে কিছু একটা করার ইচ্ছা শক্তি থেকেও করা হয়নি। প্রবাসে থেকে সখের বসে নিজ বাড়িতে ২০১৭ সালে ১৫ শতাংশ জমির উপর গড়ে তোলেন এ আর এ,এগ্রো ফার্ম নামে স্বপ্নের পশু পালন খামার। প্রথমে অস্ট্রেলিয়ান ফ্রিজিশিয়ান জাতের একটি গাভী ক্রয় করে খামারের কার্যক্রম শুরু করলেও বর্তমানে দেশী-বিদেশী জাতের গরুর সংখ্যা ২৬ টি। যার মূল্য ৪০/৫০ লক্ষ টাকা। গরুর খামারের পাশাপাশি ছাগলের খামার ও পরিচালনা করেন। গরুর খামার পরিচালনায় তার খামারে বর্তমানে ৪ থেকে ৫ জন কর্মচারী কাজ করেন।সল্প পরিসরের খামারটি আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তার। প্রতিবেশীরা বলেন, প্রবাসী বায়েজিদ শেখ একজন সফল খামারি। শখ আর অদম্য ইচ্ছা শক্তি তাকে সফলতা এনে দিয়েছে। এলাকায় সফল খামারি হিসেবে বায়েজিদ শেখ এখন অনুকরণীয় বলে জানান স্হানীয় মুদি দোকানদার ইয়ার আলী। সফল খামারি হিসেবে পরিচিতি পাওয়া বায়েজিদ শেখ অত্যন্ত পরিশ্রমি ও বিচক্ষণ একজন খামারি। সামনের ঈদুল আযাহা উপলক্ষে খামারের ২৬ টি গরুর মধ্যে ২৩ টি গরু ও দুটি ছাগল বিক্রির জন্য প্রস্তুত করেছেন। খামারের গরু এবং ছাগল বিক্রি করে কোরবানির ঈদে তিনি প্রায় ১০ লাখ টাকা লাভবান হবেন বলে আশা করছেন।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page