গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি >>> অত্যাবশ্যকীয় পরিষেবা বিল ২০২৩প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ান এর নেতাকর্মী। আজ দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাজী সাঈদ এর নেতৃত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোট শ্রমিক নেতা হাজী কাবুল ও কামাল মোল্লা সহ জেলা মোটর আমি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা অত্যাবশকীয় পরিষেবার বিল ২০২৩ বাতিলের দাবি জানান। উল্লেখ্য গত ৬ এপ্রিল অত্যাবশ্যক পরিষেবা বিল ২০২৩ জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এ বিল পাস হলে সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কোন অত্যাবশ্যাক পরিষেবার ক্ষেত্রে ধর্মঘট নিষিদ্ধ করতে পারবে। কোন ব্যক্তি বেআইনি ধর্মঘট শুরু করলে বাদ চলমান রাখলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ৫০০০০ টাকা জরিমান বা উভয় দন্ডে দণ্ডিত হবে।
মন্তব্য