২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সিআরএ সম্মাননা পেলেন আরজেএফ চেয়ারম্যান এস এম. জহিরুল ইসলাম সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন নারী সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত পিরোজপুর-২ আসনে যোগ্য প্রার্থী চেয়ে নেছারাবাদে মশাল মিছিল আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা-আরএসও, এপারে আতঙ্ক ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার বিজিবির খোকসায় আওয়ামী লীগ নেতার ভেজাল কারবার চন্দনাইশ খাঁনহাট বাজারে ব্যবসায়ির দোকানে দুর্ধষ চুরি: থানায় অভিযোগ দায়ের বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে সর্বাত্মক কাজ করবে — শামা ওবায়েদ

তানোরে ভয়ংকর হয়ে উঠেছে কিশোর গ্যাং

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

তানোর প্রতিনিধিঃ>>>

রাজশাহীর তানোরে দিনের দিন ভয়ংকর হয়ে উঠছে কিশোর গ্যাং বলে একাধিক সুত্র নিশ্চিত করেছেন। মাথ্য হ্যাং করা বিভিন্ন ধরনের নেশা জাতীয় ওষুধ, ইয়াবা ও চোলাই মদ সেবন করে নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।প্রকাশ্যে দিবালোকে লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে যার উপরই ক্ষোভ তার উপর ও বাড়ি ঘরেও হামলা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঈদুল আযহার পরের দিন শুক্রবার শেষ বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর সদর শীতলীপাড়ায় কয়েক বাড়িতে হামলা ও মহিলাদের গালমন্দ করে ব্যাপক তান্ডব চালায়। এঘটনায় শীতলীপাড়া গ্রামের আহত ফুলেরা বেগম বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের নামে শুক্রবার রাতে বিল দিয়ে অন্ধকারের মধ্যে থানায় এসে লিখিত অভিযোগ করেন। হামলার পর কিশোর গ্যাংরা পুরো গ্রাম ঘিরে রাখেন। কিন্তু অভিযোগের পর থানা পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন, বইছে সমালোচনা ঝড়। কারন তিন দিন পেরিয়ে গেলেও আসেনি পুলিশ। এতে করে চরম নিরাপত্তা হীনতায় রয়েছেন অভিযোগ কারীর পরিবার। এছাড়াও কামারগাঁ বাজারে কিশোর ও যুবকদের মাতলামুতে অতিষ্ঠ সাধারন মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা।জানা গেছে, ঈদুল আযহার দিন পৌর সদর কুঠিপাড়া গ্রামের যুবক আনোয়ারকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি মারে ওই গ্রামের আরেক যুবক রমজান। তারা দুজনেই চোলাই মদ সেবন করে ছিল। কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত করা হয় বলে প্রতিবেশিরা নিশ্চিত করেন। ঈদের শেষ বিকেলে ঘটে ছুরি মারার ঘটনা। বর্তমানে আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ধীন রয়েছেন। তার গলায় ২০ টির মত সেলাই দেওয়া হয়েছে। ওই দিন দুপুরের দিকে মুন্ডুমালা থেকে কুঠিপাড়া গ্রামের বাসিন্দা কাউন্সিলর লিয়াকতের মেয়ে, লিজা ছেলে সাব্বির ও একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে ডালিম দ্রুত গতির বাইক চালিয়ে টিকটক করছিল আর হেসে খেলে দুলছিল। অপর দিক থেকে প্রানপুর গ্রামের হাবিবুর বাইক নিয়ে মুন্ডুমালার দিকে যাচ্ছিল। এসময় উভয় বাইক মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থানেই মারা যান হাবিবুর।এদিকে কামারগাঁ বাজারে টিটু রুবেলসহ আরো কয়েকজন চোলাই মদ সেবন করে পুরো বাজারে তান্ডব চালায়। তারা কখনো চা খাওয়ার সময় বা রাস্তা দিয়ে চলার সময় কেউ কিছু বললেই মারপিট শুরু করেন। এছাড়াও চৌবাড়িয়া মাদারিপুর বাজারে চলে এমন মাতলামু।স্থানীয়রা জানান, দিনের বেলায় প্রকাশ্যে চোলাই মদ সেবন করে যারতার সাথে মারামারি করে থাকেন। পুলিশ দেখেও না দেখার ভান করে তাদের সাথেই সংখ্যতা গড়ে তুলেন। এসব কারনে অনেকে বাজারে যাওয়া বন্ধ করে দিয়েছে। এসব বিষয়গুলো জনপ্রতিনিধিরা নিজেরা না পারলে পুলিশকে অবহিত করলেই তো হয়। কিন্তু এসব অবস্থা দেখে মনে হচ্ছে তারাও জড়িত। কারন ভোট এলে তো চোলাই মদের বাজার বসে।এসব বিষয়ে জানতে কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি।মাতালদের বিষয়ে কামারগাঁ ইউপির দায়িত্বে থাকা এএস আই মজনুকে অবহিত করা হলে তিনি জানান, এখনই বাজারে গিয়ে অভিযান চালানো হবে। কিছুক্ষন পর মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মাদারিপুর বাজারে আছি, বিভিন্ন ভাবে খোজ নিয়ে জানতে পারি তারা বাজারে নেই।তার এমন কথার পরই কামারগাঁ বাজারের এক ব্যবসায়ীকে ফোন দেওয়া হলে তিনি বলেন পুলিশের গাড়ি কিংবা পুলিশ কেউ আসেনি। চোলাই মদ সেবন কারীরা বাজারে মাতলামু করেই যাচ্ছে।এদিকে তানোর পৌর সদর ঠাকুর পুকুর গ্রামে প্রতিদিন লাখলাখ টাকার হেরোইন ইয়াবা বিক্রি হচ্ছে প্রকাশ্যে। মনে হয় তারা সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত। কারন থানা থেকে আধা কিলোমিটার দূরত্ব, তাও অভিযান চলেনা।থানা মোড়ের এক ব্যবসায়ী জানান, ঈদের দিন থেকে লাইন ধরে হেরোইন ইবায়া কিনছে। অবস্থাটা এমন মনে হয় ত্রান বা টিসিবির পূন্য বিক্রি হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বাড়ি গাড়ি দেখে মানুষ চমকে উঠছে এই বলে যে এত টাকা মাদকে আর প্রশাসন ঘুম পাড়ে। উপজেলা ক্যাম্পাস সংলগ্ন বাঁশঝাড়ের মধ্যে পাকা বাড়িতে দূর্গন্ধযুক্ত লাশ উদ্ধার হয়েছিল প্রায় এক বছর আগে। পরে কি হয়েছে কেউ জানেনা।এদিকে লাইসেন্সপ্রাপ্ত আমনুরা মদ কারখানা প্রতি নিয়তই কেড়ে নিচ্ছে প্রান ।তারপরও নড়ছেনা টনক।থানার ওসি কামরুজ্জামান মিয়াকে কামারগাঁ বাজারের বিষয়ে অবহিত করা হলে তিনি বলেন ওই এলাকায় পুলিশ ডিউটিতে আছে

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page