২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> পটুয়াখালী >> বরিশাল >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • পটুয়াখালী জেলার সরকারি দপ্তর সমূহ হবে শতভাগ ধুমপান মুক্ত এলাকা জেলা প্রশাসক শরীফুল ইসলাম।
  • পটুয়াখালী জেলার সরকারি দপ্তর সমূহ হবে শতভাগ ধুমপান মুক্ত এলাকা জেলা প্রশাসক শরীফুল ইসলাম।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>

    পটুয়াখালী জেলার সকল সরকারি প্রতিষ্ঠান সমূহ শতভাগ ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার পাশাপাশি সরকারি দপ্তরের কোথাও কেউ যেন কেউ ধূমপান করতে না পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বললেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।রবিবার সকালে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।এ সময় জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি সরকারী দপ্তরের প্রবেশ পথে এবং দৃশ্যমান স্থান সমূহে বড় বড় অক্ষরে লিখে রাখতে হবে এটি ধূমপান মুক্ত এলাকা। এর পরও যদি এসব এলাকায় কেউ ধূমপান করেন তবে তাদের আইনের আওতায় এনে স্বাস্থি নিশ্চিত করা হবে। পাশপাশি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সিগারেট ও তামাক জাতীয় পন্য বিক্রি বন্ধ করার বিষয়ে আরও নজরদারী বাড়াতে হবে।’ প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, বক্ষব্যধী ক্লিনিক এর কনসালটেন্ট ডাক্তার রেজাউর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেশ কান্তি হালদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শীলা রানী দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page