
মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>>
পটুয়াখালী জেলার সকল সরকারি প্রতিষ্ঠান সমূহ শতভাগ ধূমপান মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার পাশাপাশি সরকারি দপ্তরের কোথাও কেউ যেন কেউ ধূমপান করতে না পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বললেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।রবিবার সকালে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।এ সময় জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি সরকারী দপ্তরের প্রবেশ পথে এবং দৃশ্যমান স্থান সমূহে বড় বড় অক্ষরে লিখে রাখতে হবে এটি ধূমপান মুক্ত এলাকা। এর পরও যদি এসব এলাকায় কেউ ধূমপান করেন তবে তাদের আইনের আওতায় এনে স্বাস্থি নিশ্চিত করা হবে। পাশপাশি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় সিগারেট ও তামাক জাতীয় পন্য বিক্রি বন্ধ করার বিষয়ে আরও নজরদারী বাড়াতে হবে।’ প্রশিক্ষণ কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান, বক্ষব্যধী ক্লিনিক এর কনসালটেন্ট ডাক্তার রেজাউর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেশ কান্তি হালদার, পটুয়াখালী জেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক শীলা রানী দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিন সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।