জায়েব উদ্দিন কক্সবাজার সদর প্রতিনিধি।>>>
গত ২৩ শে জুন শুক্রবার দুপুর ২ টায় কক্সবাজার কলাতলী সংলগ্ন শৈবাল পয়েন্ট-এ স্টুডেন্টস প্লাটফর্ম বাংলাদেশ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক এবং সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সাল ফাহিম । সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।উক্ত সভার আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত:-১. নতুন সদস্য পরিচিতি:-নতুন সদস্যদের উদ্দেশ্যে সংগঠনের উদ্দেশ্য কার্যক্রম ও অন্যান্য বিষয়াবলী তুলে ধরেন সংগঠনের সভাপতি।চারটি নতুন আবেদনের বিপরীতে দুইটি আবেদন গ্রহণ করা হয় এবং তিনজনকে অপেক্ষমাণ রাখা হয়।অপেক্ষমান তিনজনের বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক সিদ্ধান্ত নিবে।২. ঈদ প্রোগ্রাম:-ঈদের পরদিন সংগঠনের পক্ষ থেকে ১০০ জন তুহিন ও পথ শিশুদের মাঝে বিরিয়ানি বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ফায়সাল আহমেদ ফাহিম, মনির আজিম মেহরুব ও মোহাম্মদ ফারুক সিকদার এর নেতৃত্বে উক্ত প্রোগ্রাম আয়োজন করা হবে।৩. নতুন কমিটি গঠন:-৭ই জুলাই ২০২৩ তারিখে কোন এক মনোরম পরিবেশে কমিটির গঠন ও প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।৪. নতুন সদস্য অন্তর্ভুক্তকরন:-নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণের ব্যাপারে প্রত্যেক সদস্য নিজ নিজ অবস্থান থেকে ভালো সদস্য পেলে সংগঠনের যুক্ত হওয়ার জন্য উৎসাহ দিবে।৫. প্রোগ্রাম এর ছবি ও ভিডিও:-সংগঠনের প্রতিটি অনুষ্ঠান, মিটিং এর ছবি ও ভিডিও করার জন্য সাধারণ সম্পাদক তো থাকবেন অথবা সাধারণ সম্পাদক অন্য কোন সদস্যকে দায়িত্ব দিবেন। এনামুল হক। পরিষেশে, সভাপতি ফয়সাল ফাহিম তার সমাপনী বক্তবের মধ্য দিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য