১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
ব্রাইট বাংলাদেশ ফোরামের বাস্তবায়নে চট্টগ্রামে ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ উদযাপিত চট্টগ্রামের চন্দনাইশে চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা পরবর্তী হত্যা ও গুরুতর জখম মামলার আসামি নাজিম উদ্দিন গ্রেফতার। নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব ১১। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সীমান্তে থেকে দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ! ভালো মানুষ হারায় না : আবু সুফিয়ান স্মরণ সভা সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ চাটখিলে চা বিক্রির আড়ালে গাঁজার ব্যবসা আটক ১জন ফরিদপুরে কাদায় পিচ্ছিল সড়কে মোটরসাইকেল আরোহী নিহত কুমিল্লার দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ঈঁদ পরবর্তী নগদ অর্থ ও উপহার বিতরণ। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ,লুটপাট ও ভাঙচুর 
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> বিনোদন >> রাজশাহী
  • ভ্যাপসা গরম ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং,বেড়েছে হাতপাখার কদর
  • ভ্যাপসা গরম ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং,বেড়েছে হাতপাখার কদর

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ>>>

    “তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুরিয়ে আসে
    কিছু সময় আরও তুমি থাকো আমার পাশে,যখন কপি জলা রাতে আমার থালার গরম ভাতে
    পুঠি মাছের ঝুল তুলে দাও তুমি আপন হাতে,সাড়া দিনের কষ্ট ভুলে মনটা আমার হাসে,তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুরিয়ে আসে।আমার ছোট্ট ভাঙা ঘরে যেন চাঁদের আলো ঝড়ে
    ঘুমাও যখন মাথা রেখে আমার বুকের উপরে
    মনটা আমার স্বপ্ন হয়ে চাঁদের খেয়ায় ভাসে
    তোমার হাত পাখার বাতাসে”গানটি দেশের সবচেয়ে উষ্ণতম অঞ্চল ও শতভাগ বিদ্যুতায়িত উপজেলা নাটোরের লালপুর বাসীর মনে বারবার দোলা দিচ্ছে।প্রচণ্ড ভ্যাপসা গরম ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং-এ একটু স্বস্তি পেতে শতভাগ বিদ্যুৎ নির্ভরশীল এলাকার মানুষের কাছে কদর বেড়েছে তালপাতার তৈরি হাতপাখার।চাহিদা বাড়ায় পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ।নাটোরের লালপুর সহ বিভিন্ন এলাকায় তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ। এরপর ঘন্টায় ঘন্টায় লোডশেডিং।এরই ধারাবাহিকতায় লালপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামের মোড়ে মোড়ে তালপাতার তৈরি হাত পাখা বিক্রি করতে দেখা গেছে।সেই সাথে বিভিন্ন শ্রেণী-পেশার অনেক মানুষ তাদের কাছ থেকে পাখা কিনছেন।উপজেলার দুড়দুড়িয়া হাট-বাজারে এক পাখা বিক্রেতার সাথে কথা হলে তিনি জানান,গরম যত বৃদ্ধি পাচ্ছে তাল পাতার তৈরি হাত পাখার কদরও তত বৃদ্ধি পাচ্ছে।লোডশেডিং এর আগে যেখানে দিনে ৪০-৫০ পিস পাখা বিক্রি হতো,সেখানে গত কয়েক দিনের ভ্যাপসা গরম ও ঘন্টায় ঘন্টায় লোডশেডিং-এর কারনে এখন প্রতিদিন ১৫০-২০০ পিস পাখা বিক্রি করছি। প্রতিটি পাখা ৪০-৫০ টাকা দরে বিক্রি করছেন।
    তালপাখা কিনতে আসা দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেন জানান,বর্তমানে প্রচণ্ড গরম সেই সঙ্গে ঘন্টায় ঘন্টায় বৈদুতিক লোডশেডিং,তাই গরম থেকে কিছুটা স্বস্তি পেতে তিনি তালপাতার তৈরি হাতপাখা কিনেছেন।ওয়াহাব নামের এক পাখা ক্রেতা বলেন,সমাজের ধনী লোকেরা বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালুর মাধ্যমে গরম থেকে রক্ষা পায়। কিন্তু আমাদের তো আর সেই সামর্থ্য নেই।তাই বিদ্যুৎ চলে যাওয়ার পর এই তালপাখাই আমাদের একমাত্র ভরসা।বাজার ঘুরে দেখা গেছে,ঘন্টায় ঘন্টায় লোডশেডিং শুরু হওয়ার পর থেকে ক্রেতারা আইপিএস,চার্জার ফ্যান, চার্জার লাইট কিনতেও বাজারে ভিড় করছেন বেশি।ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রেতা মানিক,নাজমুল ও আকতার হোসেন জানান,আগে আমার দোকানে চার্জার ফ্যান, চার্জার লাইট, আইপিএসের কাস্টমার (ক্রেতা) ছিল হাতে গোনা।কিন্তু ঘন্টায় ঘন্টায় লোডশেডিং আর তীব্র তাপ প্রবাহে কাস্টমার অনেক বেড়ে গেছে। দামও বেড়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page