সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট >>>জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১টি ডিআই পিকআপ গাড়ি সহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ ও ১ জন আসামী-কে আটক করা হয়েছে।১৪ জুন বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার এস আই মহিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ চোরাচালান অভিযান পরিচালনা কালে জৈন্তাপুর ইউনিয়ন শ্রীপুর চা-বাগান এলাকায় সিলেট তামাবিল মহাসড়ক ধাওয়া করে ১টি ডিআই পিকআপ গাড়ি সহ ৩০ বস্তা ভারতীয় চিনি জব্ধ ও গাড়ির চালক-কে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় গাড়ির চালক ইলিয়াছ আহমদ সবুজ (২০) পিতা রহমত উল্লাহ সাং আগফৌদ-কে ৩০ বস্তা ভারতীয় চিনি ও ১টি ডিআই গাড়ি সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ে’র দিক-নিদের্শনায় জেলার সবক’টি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ডাকাতি, চুরি, চোরাই মালামাল উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ করে গ্রেফতারে করতে এবং পুলিশের অভিযান অব্যহত রয়েছে।











মন্তব্য