আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় একটি হিন্দু পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। আগুন ধরানোর উদ্দেশ্যে বাড়ির চারপাশে কেরোসিন ঢেলে দেওয়া হলেও তারা সফল হয়নি। ২৮ জানুয়ারী (বুধবার) গভীর রাতে ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বণিকপাড়ায় এ ঘটনা ঘটে।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক এবং সেনাবাহিনীর একটি টহল দল।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাড়ির ছাদের পানির ট্যাংক ও মেঝেতে কেরোসিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুরো বাড়িতে কেরোসিনের গন্ধ ছড়িয়ে আছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাড়ির সদস্যরা। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় করেন।বাড়ির মালিক রাজিব দাশ জানান, তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, “আমাদের পার্শ্ববর্তী এক প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে। বুধবার একদল বহিরাগত এসে আমার মাকে জবাই করার হুমকি দেয়। আমরা মনে করি, সেই বিরোধের জেরেই রাতের আঁধারে এ ঘটনা ঘটানো হয়েছে। এখানে সাম্প্রদায়িক কোনো বিষয় নেই।”রাজিব দাশের মা অঞ্জু দাশ বলেন, “রাতে লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে বাইরে লোকজন দৌড়ে যাওয়ার শব্দ শুনি। পরে ঘরে কেরোসিনের গন্ধ পাই। দরজা খুলতে গিয়ে দেখি সামনে ও পেছনের দরজা বাইরে থেকে বন্ধ। ছাদে উঠে দেখি চারদিকে কেরোসিন ছড়ানো।”তিনি আরও বলেন, চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।বাড়ির গৃহবধূ পূজা দাশ ও প্রীতি দাশ বলেন, “শাশুড়ির চিৎকারে ঘুম ভাঙে। দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ছাদে উঠে কেরোসিনের গন্ধ পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। যদি আগুন লাগত, তাহলে কেউই বাঁচতাম না।”সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তের মাধ্যমে ঘটনার মূল কারণ উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











মন্তব্য