নিউজ ডেস্ক >>> মাঠ প্রশাসনের দায়িত্ব সবসময়ই চ্যালেঞ্জের। আলোচনা-সমালোচনা, অভিযোগ-অসন্তোষ—এসবের মধ্যেও সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পেরেছেন চট্টগ্রামের প্রথম নারী জেলা প্রশাসক ফরিদা খানম।
বিদায় সংবর্ধনায় তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন—
“কাজে ভুল-ভ্রান্তি থাকতেই পারে। দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।”
গণমাধ্যমকর্মী হিসেবে কাছ থেকে দেখেছি—একজন মানবিক ও নিষ্ঠাবান প্রশাসককে। বিদায়ের এই মুহূর্তে সহকর্মী, স্টেকহোল্ডার ও সাধারণ মানুষও তাকে স্মরণ করছেন ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে।
মন্তব্য