১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
শ্রমিক কল্যাণ ফেডারেশন কাঞ্চনা ইউনিয়ন শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার মালদ্বীপ শাখা। পেকুয়ায় যৌতুক না দেয়ায় স্ত্রীর পা ভেঙে দিল স্বামী রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট ছাত্রদল নেতা হত্যা ও উপদেষ্টার মাথায় বোতল মারা চক্রান্তের অংশ: এ্যানি সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে কথা বলতে গিয়ে ট্রেনের নিচে কিশোর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত বান্দরবানের আলীকদমে জিপ খাদে পড়ে নিহত ১,আহত ২৩ নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান,বাঁচলো ৭১ যাত্রীর প্রাণ
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার মালদ্বীপ শাখা।
  • জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী অধিকার মালদ্বীপ শাখা।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধি >>> বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার উদ্যোগে গতকাল ১৫ই মে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সারে আটটায় মালদ্বীপের রাজধানী মালের মাবিয়া মাগুতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত শীর্ষক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সভাপতি মো: আলমগীর সিকদারের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: দুলাল আল মাইজভান্ডারির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জার্মান থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন।তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি পুনর্ব্যক্ত করেন এবং অন্তবর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক সহ সম্পাদক মো: জিয়া খাঁ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আল আমিন ও সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম। আলোচনা অনুষ্ঠানের সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না ও সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুস সবুর,কেন্দ্রীয় অফিস সহকারী সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মালে মহানগর পূর্বের সভাপতি মুহাম্মদ আরশাদ, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠান শুরুতেই মধুর কন্ঠে পবিত্র কালামে পাক তেলাওয়াত করেন হাফেজ জাহিদুজ্জামান ও ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ মাহবুব হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের মালদ্বীপ শাখার দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম মো: শাহ জালাল, মো আনোয়ার, মোঃ রাজীব মন্ডল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রবাসীরা জুলাই গণঅভ্যুত্থানে রেমিট্যান্স বন্ধ না করলে ও রাজপথে না নামলে গণঅভ্যুত্থান হতো না। জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের পাশাপাশি প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোরালো দাবি জানান তারা।আলোচনা শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মিলে কেক কেটে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page