৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এডিবি কান্ট্রি ডিরেক্টর হোয়ে গুম, খুন, হত্যা ও জুলুম থেকে মুক্তি পেতে ১১দলীয় জোটকে বিজয়ী করুন। আসিফ মাহমুদ সজিব ভুইয়া চাটখিলে জেএসডির প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর জনসংযোগ বান্দরবানে ৩০০ নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে বিএনপির বিশাল মিছিল,লিফলেট বিতরণ ও পথসভা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পটুয়াখালী বাউফলে নাগরিক কমিটি থেকে ৬ ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন।
  • পটুয়াখালী বাউফলে নাগরিক কমিটি থেকে ৬ ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপ সহ ছয় জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পরে প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।পদত্যাগ করা ৬ জন ছাত্র প্রতিনিধি হলেন মুনতাসির তাসরিপ, ফাতিমা জামান সামিয়া, আয়েশাতুন্নেসা বর্ষা, রুহুল আমিন, ফারহান রুপাই ও শুভ চন্দ্র শীল। পদত্যাগ করা ছাত্র প্রতিনিধিরা জানান, জাতীয় নাগরিক কমিটি গঠনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের মতে, কমিটিতে এমন অনেক ব্যক্তিকে রাখা হয়েছে, যারা কখনো আন্দোলনে ছিলেন না কিংবা শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি।আন্দোলনে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা সমর্থন দিয়েছেন, কিন্তু নাগরিক কমিটি গঠনের সময় তাদের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি। আমরা প্রথম দিন থেকেই কমিটি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলাম কিন্তু দীর্ঘসময় পার হলেও কেউ আলোচনায় বসেনি। ফলে আমরা তথাকথিত এই নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফলের প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, ইতিহাস থেকে জানি, বিপ্লব শুধু শাসকের দমনেই ব্যর্থ হয় না; ভুল নেতৃত্ব, আত্মসাৎকারী ও সুবিধাভোগীদের হাতে নিয়ন্ত্রিত হয়ে ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায় বিপ্লব। বাউফলে আমাদের আন্দোলন সংগ্রাম আজ সেই পথে এগোচ্ছে। তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে যৌথভাবে পদত্যাগপত্র লিখেছি। সকলের সাক্ষরিত এই পদত্যাগ পত্র দ্রুত তাদের কাছে পৌঁছে দেবো। উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বাউফল উপজেলা নাগরিক কমিটির ১১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার পর থেকেই কমিটি নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page