৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
পাকিস্তানে সেনাবহরে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, নিহত ১১ সেনা জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭টায়: প্রধান নির্বাচন কমিশনার ডাকসু নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮২ ইরানী’র ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ‘মূল প্রযুক্তির গুঁড়িয়ে দিয়েছে কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> লালমনিরহাট
  • প্রশংসায় ভাসছেন কালীগঞ্জ থানা পুলিশ ১৯ টি মোবাইল উদ্ধার চোর চক্রের সদস্য আটক করায়
  • প্রশংসায় ভাসছেন কালীগঞ্জ থানা পুলিশ ১৯ টি মোবাইল উদ্ধার চোর চক্রের সদস্য আটক করায়

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    লালমনিরহাট জেলা প্রতিনিধি>>> লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মোবাইল চোর চক্রের সদস্য বাবু মিয়া (৪৫) কে ১৯ টি চোরাই মোবাইলসহ আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।শুক্রবার রাত ৩.০০ টায় দিকে কালীগঞ্জ থানার চৌকোস টিম আসামি ও মোবাইল উদ্ধার করেন।শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক।আটক বাবু মিয়া আদিতমারী উপজেলার টেপা পলাশি এলাকার আকবর আলীর ছেলে।কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, সম্প্রতি উপজেলার কাকিনা বাজার এলাকার রিতু টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। দোকান থেকে ২৩টির অধিক এ্যানড্রয়েট মোবাইল ফোন ও প্রায় চার লাখ টাকা চুরি হয়।এ ঘটনায় ঐ দোকানের মালিক রেজওয়ান বাবু কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার বিভিন্ন সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বাবু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।এসময় তার বসতবাড়ি তল্লাশী করে ১৮ টি বাটন ও ১টি এ্যানড্রয়েট মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল উদ্ধার করার ও চোরকে আটক করায় বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন কালিগঞ্জ থানা পুলিশ।কালীগঞ্জ উপজেলার সুশীল সমাজের দাবি লালমনিরহাট জেলায় এই প্রথম ব্যতিক্রমধর্মী একটি কাজ দেখিয়েছেন তারা কালিগঞ্জ থানা পুলিশ।আটক বাবু মিয়া আন্ত চোর চক্রের সদস্য তার নামে পার্শ্ববর্তী নীলফামারী জেলাসহ বিভিন্ন থানায় ৬টির অধিক চুরির মামলা রয়েছে। আটককৃত বাবু মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page