১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা করল ইরান ইসরাইলি হামলায় ১১ দিনে ইরানে নিহত ৫০০ রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক শরনার্থী দিবসের আলোচনা সভায় বক্তারা ঈদের পর লন্ডন সফরে যাচ্ছেন ড. ইউনূস রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত-পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের পাকিস্তানি বাহিনীর গুলিতে ৫০ ভারতীয় সেনা নিহত’ ভারতের ১৫টি শহরে পাকিস্তানের পাল্টা হামলা, উভয় দেশে তীব্র সামরিক উত্তেজনা   ভারতের ১২ ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ভারত পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> চট্টগ্রাম
  • চট্টগ্রামে বাসায় ডাকাতি ঘটনায় জড়িত ৬ পুলিশ কে কারাগারে পাঠিয়েছেন আদালত
  • চট্টগ্রামে বাসায় ডাকাতি ঘটনায় জড়িত ৬ পুলিশ কে কারাগারে পাঠিয়েছেন আদালত

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    এম,এ কাশেম,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম>>> চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়া পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক মিয়া সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।ঘটনার পর অভিযুক্ত এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছেন।শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন।কারাগারে পাঠানো ৬ জন হলেন, বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, মোঃ আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা।কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রশিকিউশন) মফিজুর রহমান।চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৬ আসামিকে কারাগারে পাঠানো নথিতে বলা হয়, বাকলিয়া থানার জিডি মূলে ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।সূত্র জানায়, ডাকাতি হওয়া ভুক্তভোগী ওই বাসার ভাড়াটে মামলা করতে দেরি হওয়ায়তে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী নিয়মিত মামলা করলে পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।আদালত সূত্রে জানা যায়,নগরের বাকলিয়া থানা পরিদর্শক রফিকুল ইসলামের সই করা সাধারণ ডায়েরি (জিডি) তে বলা হয়,বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়।তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে।ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে পারে ডাকাত দলকে ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় এএসআই ফারুক সহ ৬ জনকে ধরে ফেলেন স্থানীয় লোকজন।পরে পুলিশ এসে ৬ জনকে থানায় নিয়ে যায়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page