নিউজ ডেস্ক >>> চট্টগ্রামের ভোররাতে রিকশাচালককে ছুরি মেরে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ব্যাটারিচালিত রিকশা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন—মো. পারভেজ (২৪), অরিফুল ইসলাম ওরফে ইমন (২৬) ও আরমান হোসেনকে (২২)।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে এমএ মান্নান ফ্লাইওভারের ওপরের বহদ্দারহাট অংশ থেকে আসামিদের গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
জানা গেছে, সোমবার ভোররাতে চান্দগাঁও থানার বেপারিপাড়া ব্রিজে অপরিচিত কয়েকজন লোক গতিরোধ করে ছুরিকাঘাত করে জালাল মিয়া (৫০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকে। এ সময় ছিনতাইকারীরা তার অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এরপর ভিকটিমের ছেলের চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, তারা একটি ছিনতাইকারী চক্র। সুযোগ বুঝে অটোরিকশা চালকের ওপর হামলা করে রিকশা ছিনতাই করে এ চক্র। তাদের তিনজকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য