চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি>>> দেশে চলমান পরিস্থিতিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার-ভিডিপি দায়িত্ব পালনকালে জেলা পরিষদের সামনে দেড় কোটি টাকার মাদক,মোবাইল ফোন, বাংলাদেশী ও ভারতীয় নগদ টাকা উদ্ধার করা হয়েছে।শনিবার (১০ আগষ্ট) গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সামনে আনসার বাহিনীর দায়িত্ব পালনকালীন সময়ে এসব উদ্ধার করা হয়।এ বিষয়টি নিশ্চিত করেছেন আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলামের নির্দেশনায় ও সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজার নেতৃত্বে এবং এফ,এস মাসুদ রানা’র সমন্বয়ে একটি টিম শনিবার রাত ১ টার দিকে জেলা পরিষদের সামনে কয়েকজন দুর্বৃত্তকে ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে পালিয়ে যায়।পরে ব্যাগের ভিতরে তল্লাশি চালিয়ে ৯ টি প্যাকেটে ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন,২৫ টি প্যাকেটে ১০ হাজার পিস ইয়াবা,৩৭ টি মোবাইল ফোন,ভারতীয় রুপি ৫০০ টাকার ৪২ টি নোট এবং বাংলাদেশী ৫০০ টাকার ৪০ টি নোট উদ্ধার করা হয়।
মন্তব্য