৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার ৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময়
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ফরিদপুর
  • ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি জায়গা দখল করে দােকানঘর নির্মাণের অভিযোগ
  • ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি জায়গা দখল করে দােকানঘর নির্মাণের অভিযোগ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>>ফরিদপুরের চরভদ্রাসনে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে।উপজেলার সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারের পশ্চিম পাশে খালের উপড়ে এই দোকানটি নির্মাণ করা হচ্ছে।দোকানটি নির্মাণ করেছেন ওই বাজারের দর্জি ব্যবসায়ী স্থানীয় সাজাহান মৃর্ধার ছেলে মুরাদ মৃর্ধা।সরেজমিনে (১মার্চ) শুক্রবার দুপুরে বাজারটি ঘুরে দেখা যায়,প্রধান সড়ঁক থেকে বাজারের প্রবেশ পথের একটু সামনেই পশ্চিম পাশে দোকানঘরের সামনে টিনের বেড়াঁ দিয়ে আটকিয়ে কাঠমিস্ত্রীদের সঙ্গে নিয়ে মুরাদ মৃর্ধা নিজে তড়িঘড়ি করে দোকানঘর নির্মাণের কাজ করে চলেছেন।এ সময় তার কাছে সরকারি জায়গায় দোকান নির্মাণের কথা জানতে চাইলে তিনি বলেন,এটি আমার মালিকানা জায়গা।আমি আমার মালিকানা জায়গায়ই দোকান উত্তোলন করতেছি।এদিকে,নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা জানান, আমাদের জানামতে,খালের ওই জায়গাটি সরকারি জায়গা।কেননা,ওনি যে জায়গায় দোকানঘরটি উত্তোলন করিতেছেন,তার দোকান সংলগ্ন উত্তর ও দক্ষিন পাশের পূর্বের দোকানঘরের মালিকরা সরকারের কাছ থেকে ডিসি আর কেটে তাদের দোকান নির্মাণ করেছেন।তাহলে,একই স্থানে মাঝখানে তার জায়গাটুকু কিভাবে শুধু মালিকানা হতে পারে তা আপনারাই বুঝেন।এদিকে অভিযুক্ত,মুরাদ মৃর্ধার দোকান সংলগ্ন প্রতিবেশি অপর দোকানঘর মালিক চরভদ্রাসন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান প্রার্থী মো. সামচু মোল্যার কাছে তার দোকানের মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন,আমার দোকানের জায়গা ডিসি আর কাটা,আমার জানামতে,মুরাদের পরের মুসার দোকানের জায়গাও ডিসি আর কাটা।ফলে মাঝখানে ওর দোকানের জায়গা কিভাবে মালিকানা হতে পারে সেটাতো একমাত্র এসিল্যান্ডই বলতে পারবে বলে তিনি জানান।এ ব্যাপারে ওই ইউনিয়নের ইউপি’ চেয়ারম্যান মো. আজাদ খাঁ’ এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমার জানামতে ওই জায়গা ওদের নিজস্ব জায়গা।এ সময় তার কাছে একইস্থানে উক্ত দোকান সংলগ্ন অপর দোকান ঘরের জায়গা ডিসিআর কাটা হলে মাঝখানে শুধুমাত্র তার দোকানের জায়গাটুকু কিভাবে মালিকানা হয় জানতে চাইলে তিনি বলেন,এব্যাপারে তুমি খোঁজ নিয়ে দেখ।সরকারি জায়গায় দোকানঘর উত্তোলনের বিষয়ে জানতে চাইলে, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বীথি বলেন, আমি তো এবিষয়টি এখনো জানিনা। আমি এ ব্যাপারে সরেজমিনে গিয়ে কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।

    মিজানুর রহমান
    ০১৮৩২১১৯৬৭৭
    ১ মার্চ ২০২৪ ইং

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page