১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহজালালে অগ্নিকাণ্ড: ১৭ আনসার সদস্য আহত মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী  শোক_সংবাদঃ নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নরসিংদী জেলা কমিটির শুভ উদ্বোধন আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে— শামা ওবায়েদ তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল তানোরে নতুন এসিল্যান্ড শিব শংকর বসাকের যোগদান
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চট্টগ্রাম >> শীর্ষ সংবাদ
  • গেরাইম্যা সুন্দরী “হামরা” মাতাবে চট্টলার সংস্কৃতি অঙ্গন।
  • গেরাইম্যা সুন্দরী “হামরা” মাতাবে চট্টলার সংস্কৃতি অঙ্গন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদ >>>  দর্শক অপেক্ষা করুন, আসছে টেলিফিল্ম ‘গেরাইম্যা সুন্দরী’। চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রযোজক এফ এ নয়ন চৌধুরী’র সার্বিক প্রযোজনায় “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মে দেখতে পাবেন এক সুন্দরী নায়িকা। যে নায়িকা স্বল্প সময়ে ঝড় তুলতে পারে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে। টেলিফিল্মের নায়িকার চরিত্রে এই প্রথম তার ক্যামরার সামনে দাঁড়ানো। আর প্রথম অভিনয়েই বাজিমাৎ। দর্শকদের মন কাড়বে নিঃসন্দেহে।সৈয়দা তাহাসিনাতুল তার নাম, ডাক নাম ‘হামরা’। সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী’র ভাগ্নী ‘হামরা’। প্রতিভাবান ও মেধাবী অভিনয়শিল্পী হামরা চট্টগ্রামের মিডিয়া অঙ্গনে একেবারে নতুন, সাংস্কৃতিক কর্মী মামার আগ্রহেই হামরা’র মিডিয়া জগতে অনুপ্রবেশ চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রযোজক এফ এ নয়ন চৌধুরী’র সার্বিক প্রযোজনায় “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মে নায়িকার চরিত্রে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে হামরা সম্প্রতি “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মের সুটিং শতভাগ চিত্রায়ণও শেষ হয়েছে, এডিটিং এর কাজ সমাপ্ত হলে ইংরেজি নতুন বছরের শুরুতে “গেরাইম্যা সুন্দরী” মুক্তির সম্ভাবনা রয়েছে। এ টেলিফিল্মে দর্শক সর্বপ্রথম দেখতে পাবেন নায়িকা ‘,হামারা’কে। গেরাইম্যা সুন্দরীতে আরো যারা অভিনয় করেছেন এদের মধ্যে অভিনয়শিল্পী বরুণ সেন দোয়ন ( সোনা মিয়া), ফাহিম, নয়ন চৌধুরী, ইদ্রিস, রেজাউল কবির, দোলা, অর্থী, দেবাশীষ, জুনু মিয়া, রেশমী, বাবু, দিদার আশরাফী প্রমূখঃ মেকআপ আটিষ্ট এর দায়িত্বে ছিলেন সেলিম চৌধুরী।এক প্রশ্নের উত্তরে প্রয়োজক এফ এ নয়ন চৌধুরী বলেন গেরাইম্যা সুন্দরী একটি রোমান্টিক প্রেমের গল্প থেকে টেলিফিল্ম নির্মাণ করা হযেছে, এটি আমার প্রযোজনায় প্রথম টেলিফিল্ম, প্রযোজনার পাশাপাশি আমি এ টেলিফিল্মে নায়ক চরিত্রে অভিনয় করেছি, পরিচালকের দায়িত্বে ছিলেন অভিনয়শিল্পী ইদ্রিস ও রেজাউল কবির, অন্যান্যা শিল্পী কলাকুশলীরা স্ব স্ব জায়গায় চমৎকার অভিনয় করেছেন, এ টেলিফিল্ম নিয়ে আমি খুব আশাবাদী, চট্টগ্রামেের আঞ্চলিক ভাষার “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মটি আশা করি দর্শক সাদরে গ্রহন করবেন এবং চট্টগ্রাম সংস্কৃতি অঙ্গনে আলোচনায় আসতে পারে নায়িকা হামরা’ও।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page