২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজবাড়ীতে দিনের বেলায় মসজিদের আইপিএস ব্যাটারি চুরি সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান বাকলিয়ায় আটক জবি ছাত্রদল নেতা জুবায়ের হত্যার প্রতিবাদে ফুলবাড়ী কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ গ্রামে গ্রামে বিএনপির ৩১ দফার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তরুণ কর্মীরা লোহাগড়ায় জাতীয়তাবাদী সমমনা জোট এনপিপির ধানের শীষের মিছিল টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ নির্বাচিত সখিপুরের আবুল কালাম ভূইয়া লালমনিরহাটে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন পরানপুর ন্যাশন্স চাইনিজবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বাঘায় নিষেধাজ্ঞার মধ্যে চলছে ইলিশ ধরার উৎসব খালেদা জিয়ার নামে মামলা করা আ.লীগ নেতা এখন জুলাই যোদ্ধা গেজেট বাতিল সহ আইনের আওতায় আনার দাবী সাধারণ মানুষের

শীতের শুষ্ক ত্বকের জন্য বডি বাটার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স 

শীতে ত্বক থেকে হারায় প্রাকৃতিক তেল। আসে শুষ্কতা ও বিরক্তিকর চুলকানি। আর এ সমস্যার সমাধান দিতে পারে বডি বাটার। দারুণ ময়েশ্চারাইজার আর হাইড্রেশনের কাজ করে এটি। সাধারণ লোশনের চেয়েও এর স্থায়িত্ব বেশি। যে কারণে এটি আর্দ্রতা ধরে রাখতে পারে বেশি সময়। সেইসঙ্গে ত্বকে জোগাবে বাটারের পুষ্টি।  ঘরে বানান বডি বাটার

প্রথমেই সংগ্রহ করে নিন আধা কাপ প্রাকৃতিকভাবে শিয়া গাছের বীজ থেকে তৈরি শিয়া বাটার।১/৪ কাপ কোকোয়া বাটার।১/৪ কাপ নারিকেল তেল।২ টেবিল চামচ জোজোবা তেল।১০ ফোঁটা ল্যাভেন্ডারের এসেনশিয়াল অয়েল।

পদ্ধতিঃ   প্রথমে ডাবল বয়লার নিন। মানে নিচে একটি পাত্রে থাকবে ফুটন্ত পানি। তার ওপর আরেকটি পাত্র। তাতে শিয়া বাটার, কোকোয়া বাটার ও নারিকেল তেল অল্প আঁচে গরম করুন। পুরোপুরি গলে তরল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।মিশ্রণটি ৩০ মিনিট সময় নিয়ে ঠান্ডা করুন। এটি কিছুটা ঘন হবে। তবে শক্ত হবে না।এরপর তাতে জোজোবা তেল ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে আলতোভাবে নাড়ুন।এরপর একটি হ্যান্ড মিক্সচার দিয়ে মিশ্রণটি হুইপ করতে থাকুন। যতক্ষণ না এটি ঘন ক্রিম বা হুইপড ক্রিমের মতো হচ্ছে।পরিষ্কার এয়ারটাইট জারে শীতল ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন।একইভাবে তৈরি করতে পারেন ভ্যানিলা আমন্ড বডি বাটার। আগের মতো শিয়া বাটারের সঙ্গে ১/৪ কাপ আমন্ড তেল, ১/৪ কাপ নারিকেল তেল, ১ চা চামচ ভিটামিন ‘ই’ তেল ও ১ চা চামচ বিশুদ্ধ ভ্যানিলা এক্সট্রাক্ট নিন। আগের মতো মিশ্রণ ঠান্ডা ও ঘন হলে তাতে ভিটামিন ‘ই’ তেল ও ভ্যানিলা এক্সট্রাক্ট মিশিয়ে হুইপ করুন।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page