১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের লোহাগাড়া চুনতি জাংগালিয়া দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইদ্রিস সওদাগর পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি মহিলা সদস্য মুন্নি চট্টগ্রামে প্রাইভেটকার গতিরোধ করে এলোপাথাড়ি গুলি নিহত ২ সাতকানিয়া লোহাগাড়ায় সাংবাদিকদের সম্মানে বিএনপি নেতার ইফতার মাহফিল ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা রাশেদ সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন আব্দুল্লাহ’র ঈদ শুভেচ্ছা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মুজিব চেয়ারম্যান ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা অধ্যাপক শেখ মহিউদ্দিন
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> ফেনী >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • ফেনী সোনাগাজীর অপহৃত মাদরাসা ছাত্রি গাজীপুরে উদ্ধার অভিযুক্ত গ্রেফতার।
  • ফেনী সোনাগাজীর অপহৃত মাদরাসা ছাত্রি গাজীপুরে উদ্ধার অভিযুক্ত গ্রেফতার।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    শরিফুল ইসলাম ফেনী প্রতিনিধিঃ

    ফেনীর সোনাগাজীতে পরীক্ষা শেষে মাদরাসা থেকে ফেরার পথে অপহরণের শিকার হওয়া মাদরাসাছাত্রীকে তিন দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণকারী অভিযুক্ত মো: ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে।
    এর আগে সোমবার পরীক্ষা শেষে মাদরাসা থেকে ফেরার পথে ওই ছাত্রী অপহরণের শিকার হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা হাফেজ উল্যাহ বাদী হয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর এলাকার ফয়েজ আহাম্মদের ছেলে মো. ইয়াছিন, তার সহযোগী অটোরিকশাচালক আবদুল খালেকের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর মঙ্গলবার দুপুরে ফেনী সদর উপজেলার দৌলতপুর এলাকা থেকে অটোরিকশা চালক আবদুল খালেককে গ্রেপ্তার করে পুলিশ।মামলার এজাহারে উল্লেখ করা হয়, অপহরণের শিকার ওই ছাত্রী উপজেলার স্থানীয় একটি মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই ছাত্রীকে মাদরাসায় আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন ইয়াসিন। সোমবার সকালে পরীক্ষা দিতে ওই ছাত্রী তার ভাই ও চাচাতো বোনের সঙ্গে মাদরাসায় যায়। পরীক্ষা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে ইয়াসিনসহ কয়েকজন তাদের গাড়ির গতিরোধ করেন। এসময় তারা ওই ছাত্রীর ভাই ও চাচাতো বোনকে মারধর করে অটোরিকশা থেকে তাকে নামিয়ে নিয়ে যান।মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাগাজী মডেল থানার এসআই মো. জাহিদ হাসান বলেন, মামলার পর গ্রেপ্তার আবদুল খালেকের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ইয়াছিনের অবস্থান নিশ্চিত হই।তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের একটি বাসায় অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদের থানায় আনা হবে। আজ শুক্রবার ফেনী জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা শেষে তাকে আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে।সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম হাসান বলেন, জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ইয়াছিনকে শুক্রবার আদালতে হাজির করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page