মুরাদুল ইসলাম মুরাদ রাজীবপুর প্রতিনিধিঃ
সবুজ করি কুড়িগ্রাম এই স্লোগানে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের চারাগাছ বিতরণ কর্মসূচির অংশ হিসাবে ৮ আগষ্ট মঙ্গলবার কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের চারাগাছ কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে রাজীবপুর থানা পুলিশ ইনচার্জ মোজাহারুল ইসলাম ও এস আই শামসুল আলম বিতরণ করেন।এই সময় আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমত আলী মাষ্টার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রমুখ। এক প্রশ্নের কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন আমরা ইতিমধ্যে সবুজ করি কুড়িগ্রাম কর্মসূচির মাধ্যমে ৩০ হাজার বিভিন্ন প্রকার চারাগাছ বিতরণ করছি।অপর দিকে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত নাগরিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই চারাগাছ বিতরণ করছি।এ ছাড়া পুলিশ সুপার আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করেছেন এবং প্রতি ইঞ্চি জমি ফাঁকা না রাখার নির্দেশ দিয়েছেন, একজন নাগরিক হিসেবে আমাদের এই ধরনীকে উপযোগী রাখতে আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।











মন্তব্য