কলমে রিতুনুর >>>
প্রেমের অমোঘ টানে একবার এসেছিলাম
সেই কৈশোরে বুড়ির বাঁধে লুকিয়ে
আজ আর সেই প্রেমের টান নেই,
কারো আশায় কেউ বসে ও নেই,
তবে স্মৃতি কখনো হারায় না,
কিছু স্মৃতি মনের গহীনে
গভীর ভাবে নাড়া দেয়।
সারাজীবন মানুষ একরকম থাকে না
দিন যায় মানুষ বদলায়।
বদলে গেছি আমি
বদলে গেছো তুমিও!
বদলে গেছে
কৈশোরের সেই অবুজ প্রেম।
একদিন যেই হৃদয়ের সাথে
হৃদয় মিলিয়ে
বুনেছিলাম স্বপ্নের জাল
মেলেনি সেই প্রেমের সাথে কোনমতেই তাল।
ঘুমের ঘোরে আজ-ও হেঁটে আসি
এখানে একা খুঁজে ফিরি
আমার হারিয়ে যাওয়া কৈশোরের
সেই প্রেম।
জানি আর উঠবে না জ্বলে কোনদিন
নিভে গেছে যেই প্রেম,
এখন মধ্য বয়স কাল ভালো নেই
শারীরিক সৌন্দর্যের হালচাল।
তবে সারাজীবন উঠবে আজকের মতোই
বুকের মধ্যে হারানো প্রেমের ঢেউ
জানবে না কেউ জানবে না তুমিও কোনদিন।











মন্তব্য