মিজানুর নিজস্ব প্রতিনিধি>>>
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক গতকাল ২০ জুন ২০২৩ তারিখে রাত আনুমানিক ৮.৪৫ মিঃ গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের আজমাতা ব্যাপারীহাট এর পূর্বে সিংঝাড়গামী রাস্তা থেকে আজমাতা তুফানটারী গ্রামের কুখ্যাত মাদক কারবারি শাহ আলম (২৬) কে ৪০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম।কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি। এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
মন্তব্য