জেমস রানা বিশ্বাস সাভার উপজেলা প্রতিনিধি >>> এতদ্বারা দ্যাটস ইট স্পোর্টস ওয়ার লিঃ, এ্যাপারেল গ্যালারি নি।, রিফাত গার্মেন্টস লিঃ, এক্সলেস ওয়াশিং এন্ড ডাইং লিঃ, আর্টিস্টিক ডিজাইন লি:, নেক্সট কালেকশন লি: এর সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক বৃন্দের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, আশুলিয়া শিল্প অঞ্চলে বর্তমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী কর্তৃপক্ষ আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখ রোজ সোমবার হইতে উল্লেখিত কারখানা সমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।পরবর্তীতে আঞ্চলিক পরিবেশ নিরাপদ হলে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশ ও নিরপত্তা নিশ্চিত করে নোটিশের মাধ্যমে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে।কারখানায় নিরাপত্তা বিভাগ অত্র নোটিশের আওতামুক্ত থাকবে।নিম্নলিখিত বিভাগে উক্ত বিজ্ঞপ্তির অনুলিপি প্রদান করা হয়:মহাপরিদর্শক, কলকারখানা অধিদপ্তর, শ্রম ভবন, বিজয় নগর, ঢাকা। মহা-পরিচালক, শ্রম অধিদপ্তর, শ্রম ভবন, বিজয় নগর, ঢাকা। পুলিশসুপার-ইন্ডাষ্টিয়াল পুলিশ-১, ঢাকা। উপ-মহাপরিদর্শক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ঢাকা। সভাপতি বিজিএমইএ।অফিসার ইনচার্জ, আশুলিয়া থানা, ঢাকা। সেনাবাহিনী কন্ট্রোল রুম, সাভার। ব্যাবস্থাপনা পরিচালক, হা-মীম গ্রুপ। কারখানার নোটিশ বোর্ড। অফিস কপি।











মন্তব্য