চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের আশেপাশে অবৈধ দখলদার উচ্ছেদপুর্বক সুষ্ঠু ব্যবস্থাপনায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মো. এরফান, সাতকানিয়া উপজেলা জামায়াতর সেক্রেটারী তারেক হোছাঈনসহ কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতি, বাজার সমিতি, সিএনজি মালিক সমিতি, ট্রাক/বাস মালিক সমিতি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।সভায় কেরানীহাটের সুষ্ঠু ব্যবস্থাপনায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হচ্ছে, যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিং রোধ, ময়লা-আর্বজনা ফেলার জন্য নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন, জনসচেতনামূলক সভার মাধ্যমে সকল অংশীজনকে অবহিত করা, তদারকির জন্য সাব কমিটি গঠন, ট্রাফিক পুলিশের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য চাহিদা পত্র প্রেরণ, আপাতত স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, মহাসড়ক সম্প্রসারণের কার্যক্রম চলমান থাকায় কাজ শেষ হওয়ার পর উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, সড়ক ও জনপথ বিভাগের জায়গার সীমানা চিহ্নিত করণ, কেরানীহাট বাজার ইজারাদারসহ সংশ্লিষ্টজনদের নিয়ে ড্রেন এবং ড্রেনের পানি নিষ্কাশন, ড্রেনের ময়লা আর্বজনা পরিষ্কারের ব্যবস্থা করা, বাস স্টপেজ বা টার্মিনাল, ডিভাইডার স্থাপন, ব্যটারি চালিত রিকশার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা।
মন্তব্য