আব্দুল্লাহ্ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের মহা উৎসব আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাতকানিয়া উপজেলা বিএনপি ও সাতকানিয়া পূজা উদযাপন কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৭ সেপ্টেম্বর)উপজেলার একটি হল রুমে এ সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন’র সঞ্চালনায়, পূজা উদযাপন কমিটির
যুগ্ন আহবায়ক,বাবু সৈকত পালিত রাসেলের সভাপতিত্বে,প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য,সেফায়াত উল্লাহ্ চক্ষু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবু রাজিব নন্দী, সদস্য সচিব, পূজা উদযাপন কমিটি সাতকানিয়া উপজেলা, আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া যুবদল সদস্য সচিব
শহীদুল্লাহ এবং হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় বিএনপি নেতা সেফায়াত উল্লাহ চক্ষু বলেন, রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, যার বহিঃপ্রকাশ ঘটে সম্প্রীতির মধ্য দিয়ে। তাই শারদীয় দুর্গোৎসবকে আনন্দ ও ভ্রাতৃত্বের উৎসবে পরিণত করতে হবে। প্রত্যেক বাড়িতে যেন উৎসবের ঢেউ ওঠে। তবে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যেন কেউ বিশৃঙ্খলার কারণ না হন। সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করবেন, আর আমরা সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করব। তবে নিরাপত্তা দিতে গিয়ে যেন আবার নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেটিও লক্ষ্য রাখতে হবে
মন্তব্য