নিউজ ডেস্ক >>> বাজারে নিত্য পণ্যের মূল্যে অস্থিরতা রোধে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসাবে সাতকানিয়া ও কেরানীহাট কাঁচা বাজার ও মুদি দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মে একজন ব্যবসায়ীকে মামলা দিয়ে ১,০০০ টাকা জরিমানা করা হয়েছে।২৩ অক্টোবর’২৪ ইং বুধবার দুপুর ৩ টার সময় উপজেলার সাতকানিয়া ও কেরানীহাট কাঁচা বাজারে সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।এসময় মুদি দোকানে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়রশিদ সংরক্ষণ না করা এবং লেবেল ছাড়া পণ্য বিক্রয় ও মেয়াদোত্তির্ন পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১ ব্যবসায়ীকে মামলা প্রদান করে ১,০০০/- (এক হাজার টাকা) মাত্র জরিমানা করা হয়। এসময় সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিক ভাবে পণ্য ক্রয়ের ভাওচার সংরক্ষণ, দোকানের মূল্য তালিকা প্রদর্শন সহ বাজার পরিচ্ছন্নতার বিষয়ে পরামর্শ দেয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
মন্তব্য