নিউজ ডেস্ক >>> চট্টগ্রাম সাতকানিয়ায় চরম জাল জালিয়াতির দায়ে সাতকানিয়া আইনজীবী সমিতি কর্তৃক ঘোষিত বাঁশখালি পুকুরিয়ার বাসিন্দা নেজাম উদ্দিন ও সহযোগী সন্ত্রাসীদের হামলায় সমিতির এডহক কমিটির আহবায়ক সিনিয়র এডভোকেট মো:সোলাইমান সহ আরও ৫ জন আইনজীবী আহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।সাতকানিয়া আইনজীবী সমিতির প্যাডে লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) জানানো হয়,সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের অপর-২২৯/২০২১ নং মোকদ্দমার বাদীর স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন ব্যক্তিকে বাদী সাজিয়ে উক্ত মোকদ্দমা প্রত্যাহার করে মোকদ্দমার নালিশী আনুমানিক ৩ কোটি টাকার সম্পত্তি জালিয়াতির মাধ্যমে হস্তান্তর ও অর্থ আত্মসাৎ করার অপরাধে জড়িত সমিতির ৬৩ নং কার্ডধারী মুন্সি নেজাম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে সাতকানিয়া আইনজীবী সমিতি বিশেষ ট্রাইবুনাল গঠন করে। বিশেষ ট্রাইবুনাল ০১/২০২৪ নং মামলায় মুন্সি নেজাম উদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হইলে সাতকানিয়া আইনজীবী সমিতি বিগত ২৯/০৫/২০২৪ ইং তারিখে বিজ্ঞপ্তি দিয়া উক্ত নেজাম উদ্দিন কে টাউট ঘোষণা করে আদালত এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।সাতকানিয়া আদালতের একাধিক আইনজীবীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, ‘ন্যায় ও সুষ্ঠু বিচারকার্য প্রতিষ্ঠাসহ আদালতের প্রতি জনগণ ও বিচারপ্রার্থীদের আস্থা সমুন্নত রাখা, আদালতের ভাবমূর্তি বজায় রাখার জন্য এজলাসকক্ষে প্রত্যেকের শোভন আচরণ বজায় রাখা একান্ত আবশ্যক। এজলাস চলাকালে আদালতে আইনজীবীদের এমন আচরণ, যা আদালত ও আইনজীবীদের মর্যাদা ক্ষুণ্ন করাসহ জনগণ ও বিচারপ্রার্থীদের মধ্যে আদালত ও আইনজীবীদের প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি করে, যা কোনোভাবেই কাম্য নয়।
মন্তব্য