আব্দুল্লার আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>>ক্ষমতার জোর খাটিয়ে পেশীশক্তি বলে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রতি পক্ষের মৌরশি জায়গা দখল ও উক্ত জায়গায় মুল্যবান গাছগাছালী কেটে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করার বিরোদ্ধে সাতকানিয়া থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে জাগির হোসেন(৪০)।
২৩ জুলাই’২৩ ইং রবিবার বাদী জাগির হোসেন প্রতিপক্ষ এওচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ওসমান গনি(৩৯) ও রায়হান উদ্দিন(২৬) কে অভিযুক্ত করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেন। বিরোধীয় জায়গার তফশীল উল্লেখপুর্বক অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীগন আইন অমান্যকারী প্রকৃতির লোক, তারা কোন শালিস বিচারের তোয়াক্কা না করে বাদী জাগির হোসেন দির্ঘদিন ধরে ভোগ দখলে থাকা মৌরশী জায়গা অনেক পুর্ব থেকে জোর পূর্বক দখল করিয়া ভোগ করার পাঁয়তারা করিয়া আসিতেছিল এবং বিভিন্ন সময় গন্ডগোল সৃষ্ঠি করলে উক্ত জায়গা সম্পত্তির বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় কয়েকবার শালিস বিচার হইলেও বিবাদীগন কোন কিছু তোয়াক্কা না করে স্থানীয় শালিস বিচার অমান্য করে গত ১৮ জুলাই’২৩ ইং তারিখ রাত আনুমানিক ১১ টার সময় বাদীর বসত ভিটায় অবৈধ অনুপ্রবেশ করে ঘিরা বেড়া ভাংচুর করিয়া ভিটার গাছপালা কাটিয়া প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।
বাদী জাগির হোসেনের কাঁছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার সময় তিনি স্বপরিবারে শহরের বাসায় ছিলেন, অভিযুক্ত বিবাদীদের তান্ডবের সংবাদ পেয়ে সবকিছু দেখে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে ন্যায় প্রতিকারের আশায় থানায় অভিযোগ দায়ের করেছেন।এবং তিনি একজন জামাত ইসলামের সক্রিয় সদস্য,এবং সন্ত্রাস টাইপের লোক ,এবং তিনি শিক্ষকতা করে ২৫ হাজার টাকা বেতন পান,কিন্তু তিনি প্রতিবছরে ৪০ লক্ষ টাকার জায়গা কেমনে ক্রয় করেন এটাও প্রশাসনের খতিয়ে দেখা উচিত আমি মনে করি,পরিশেষে আমি স্থানীয় প্রশাসনের কাছে,সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি ৷
বিবাদীদের কাঁছে ঘটনার বিষয়ে জানতে তাদের সেল ফোন নাম্বারে বারবার কল করলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।
অভিযোগের ব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াসির আরাফাত বলেন, প্রতিপক্ষের জোরপুর্বক জায়গা দখল ও গাছপালা কেটে ক্ষয়ক্ষতির ব্যাপার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের সুষ্ঠ তদন্তপুর্বক দোষী যেই হউক তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য