মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি >>> সখিপুর উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ( কালব)এর দায়ের কৃত চেক জালিয়াতি মামলায় সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গণ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেরীন খাদিজা লতাকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ। গত কাল ৬ নভেম্বর রাতে ঐ শিক্ষকাকে তার নিজস্ব বাস ভবন থেকে গ্রেপ্তার করেছে এস আই লিবাস চক্রবর্তী চৌকস টিম। মামলার বাদী সখিপুর কালব এর সহকারি ম্যানেজার মামুন জানান গত ২০২২ সালে ৬ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে ৫-৬ টি কিস্তি দেয়ার পর আর কোন যোগাযোগই করেন নাই। কিস্তি দেয়ার জন্য তাকে বার বার তাগাদা দিয়ে নোটিশ করেও যখন ইস্তি আদায় করতে পারি নাই, তখনই আইনের আশ্রয় নিয়ে ২০২৪ সালে মামলা করা হয়। আদালতে মামলা হওয়ার পরও তিনি দাপটের সাথে ঋণের কিস্তি না দিয়ে সময় ক্ষেপণ করে। যার ফলশ্রুতিতে আইন আদালত খাদিজার বিরুদ্ধে গ্রেফতারি পরো না জারি করেন।সখিপুর থানার উপ পরিদর্শক লিবাস চক্রবর্তী বলেন সিআর মামলার আসামী মেহেরিন খাদিজাকে আজ ভোর বেলায় গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।











মন্তব্য