মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর আন্তঃবণিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর)উপজেলার কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুর আন্তঃবণিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে দু দলের মধ্যে সংগঠিত হয়। মহানন্দপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী ওসমান গণির সভাপতিত্বে বিকেলে দুটি দলের ফাইনাল ফুটবল ম্যাচ উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান। এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোস্তাক আহমেদ বাবুল। এ সময় আরও উপস্থিত কাকড়াজান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আমির হামজা সিকদার,সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহবায়ক আলীমুল রাজী তালুকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম ওমর, সাবেক সভাপতি মোঃ আঃ মজিদ ভেন্ডার প্রমুখ। উল্লেখ্য: এ ফুটবল ফাইনালে আফজাল কিংস বনাম মেঘনা কসমেটিক্স এর মধ্যে অনুষ্ঠিত হয়। আফজাল কিংস ৩-০ গোলে মেঘনা কসমেটিক্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।











মন্তব্য