নিউজ ডেস্ক।। সাতকানিয়া-লোহাগাড়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমরা ভোটের রাজনীতি করি না; আমরা মানবিক, কল্যাণমুখী ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের রাজনীতি করি।” তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন—বাংলাদেশে আর ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ শব্দ থাকবে না; সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে—আমরা বাংলাদেশি।বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শাহজাহান চৌধুরী বলেন, “যারা এতদিন ধর্মের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে সংখ্যালঘু-সংখ্যাগুরুর ধোঁয়া তুলে রাজনীতি করেছে, দেশের মানুষ আগামী নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে।” তিনি সারা দেশে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার আহ্বান জানান।নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের কাছে পরীক্ষিত। দুইবার এমপি ছিলাম; ক্ষমতা ব্যবহার করে টাকা ইনকাম করিনি। সবসময় মানুষের কল্যাণে কাজ করেছি।” তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ইনসাফভিত্তিক দেশ গঠনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান এলাকাবাসীর প্রতি।
দিনব্যাপী গণসংযোগে তিনি পদুয়া ইউনিয়নের ঠাকুর দিঘী বাজার, মোহাম্মদপুর, ফেন্ডারী পাড়া, লম্বার ঘাটা, জঙ্গল পদুয়া, পেটান শাহের মাজার এলাকা, দরগা মুড়া, পেঠান শাহের মাজার গেইট, বলির পাড়া, সায়ের পাড়া, এস আই চৌধুরী পাড়া, মাস্টার পাড়া, মৌলভীপাড়া, হদ্দশী পাড়া, আলী পাড়া, কালু শিকদার পাড়া, মীরপাড়া জিন্নাত আলী পাড়া, বার আউলিয়া গেট, বেপারী পাড়া (মনু মিয়া চৌধুরী পাড়া), তেওরিখিল, পশ্চিম ও পূর্ব বাগমুয়া, আলী সিকদার পাড়া, ছগিরা পাড়া, নাওঘাটা মাঝের দোকান, পূর্ব পদুয়া আঁধার মানিক ধলিবিলা ফরেস্ট অফিস এলাকা, ডোয়ার ফাড়া ডেলিয়া পাড়া, অদ্দার পাড়া, হিন্দু পাড়া ও পদুয়া তেওয়ারি হাট বাজারে পথসভা ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলডিপি লোহাগাড়া উপজেলা সভাপতি লিয়াকত আলী চৌধুরী, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, এলডিপি নেতা আলী নেওয়াজ ও শাহজাদা, জামায়াতের ২ নম্বর ওয়ার্ড সভাপতি মাস্টার নুরুল আমিন, বিশিষ্ট ব্যাংকার আলী আহমেদ, কাজী জসিম উদ্দিন, নুরুল ইসলাম সিকদার, যুব বিভাগের পদুয়া ইউনিয়ন সভাপতি জিয়াউল হক জিয়া, লোহাগাড়া আইনশৃঙ্খলা কমিটির সদস্য বাবু পলাশ কান্তি দাশ, ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাবেক আবু তৈয়ব, সেক্রেটারি হারুনুর রশীদ, ১ নম্বর ওয়ার্ড সভাপতি কুতুবউদ্দিন এবং মাওলানা সারোয়ার কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ছবির ক্যাপশন: লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের সিকদার পাড়ায় গণসংযোগকালে পথসভায় বক্তব্য রাখছেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।











মন্তব্য