৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চাঁপাইনবাবগঞ্জ >> দেশজুড়ে >> রাজশাহী >> সোস্যাল মিডিয়া
  • শিবগঞ্জে মাছ চাষের মাধ্যমে আশ্রয়নবাসীদের কর্মসংস্থানের দাবী
  • শিবগঞ্জে মাছ চাষের মাধ্যমে আশ্রয়নবাসীদের কর্মসংস্থানের দাবী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ নাহিদ উজ্জামান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    :শিবগঞ্জে মাছ চাষের মাধ্যমে কর্মস্থানের দাবী করেছেন আশ্রয়ন-২ প্রকল্প এর রানীহাট্টিতে অবস্থিত ১৩০টি পরিবার।গত রবিবার সকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর ৭৩জনের স্বাক্ষরিত একটি আবেদন সূত্রে জানা গেছে জেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি বাজারের পূর্বদিকে রানীহাট্টি কলেজের সামনে জন নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার আশ্রয়ন প্রকল্প -২ এর অধিনে ১৩০টি পরিবার রয়েছে। তারা প্রত্যেকেই অসহায় ও দু:স্থ হওয়ার কারণে বিভিন্ন স্থান থেকে এসে এখানে আশ্রয় পেয়েছে। কিন্তু কোন কর্মস্থান না থাকায় বেশীর ভাগ সময় অনাহারে অর্ধাহারে দিনাদিপাত করতে হয়। তাদের দাবী এ আশ্রয়ন প্রকল্পের তিন দিকে বিশাল এলাকা জুড়ে সরকরীভাবে পুকুর খনন করা হয়েছে। যা মাছ চায়ের জন্য খুব উপযোগী। তাই আমরা সম্মিলিত ভাবে এখানে মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে চাই। এ উদ্দেশ্যে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে একটি সমিতি গঠন করেছি এবং মাছ চাষের জন্য আবেদনও করেছি। এ প্রসঙ্গে গুচ্ছ গ্রামের বাসিন্দা ষষ্ঠী ঘোস বলেন আমার বয়স শেষ দিকে। কোথাও যেয়ে কোন কাজ করতে পারি ন। সংসারও চলেনা। তাই গুচছ গ্রামে খনন করা পুকুরে যদি উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট মৎস্য বিভাগরে সাথে আলোচনা সাপেক্ষে আমাদেরকে মাছ চাষের সুযোগ করে দেন। তাহলে আমরাও জীবিকা নির্বাহের পথ পাবো, অন্যদিকে সরকারেরও রাজস্ব আদায়ের সুযোগ হবে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জুবায়ের হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসার বর্তমানে অসুস্থ হয়ে মেকিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে তার সাথে পরামর্শ করে তাদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page