ইসমাঈল হোসাইন,উত্তরা,ঢাকা >>> হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পেছনে অব্যবস্থাপনা বা নাশকতা ছিল কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে চারটি দেশের বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।শনিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক ও ইংল্যান্ডের বিশেষজ্ঞরা খুব শিগগিরই বাংলাদেশে এসে তদন্তে অংশ নেবেন।তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে সব মিলিয়ে ৩৮টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে।রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার্থে ই-গেট দ্রুত চালু করার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, “রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্ট ফি কমানো এবং পাসপোর্ট প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিমান বাহিনী কবে বিমানবন্দরের দায়িত্ব বেসামরিক প্রশাসনের কাছে হস্তান্তর করবে— সে বিষয়ে আমি কিছু জানি না।পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











মন্তব্য