(মোঃ মোহসিন আলী। বিশেষ প্রতিনিধি, বগুড়া >>>> বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদা খানম উপজেলা বাসিকে পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়ে বলেন শাজাহানপুর উপজেলা বাসি আনন্দঘন পরিবেশে ঈদুল আযহা পালনে সকল প্রকার প্রকার প্রশাসনিক সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি। তিনি বলেন সাধারণ মানুষ যাতে কোন প্রকার হয়রানির স্বিকার না হয় সেজন্য আমরা উপজেলার সকল কুরবানির গরুর হাট নজরদারিতে রেখেছি এবং ইতিমধ্যে কিছু গরুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অপরাধের হাট ইজারাদার কে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন সাধারণ মানুষ কোথাও কোন হয়রানির শিকার হলে এবং সমাজের কোথাও কোন অপরাধ সংগঠিত হলে সরাসরি উপজেলা প্রশাসন কে জানানোর অহবান জানান। জনাব সাঈদা খানম ইতিমধ্যে জনগনের অধিকার রক্ষায় তাঁর কঠোর প্রশাসনিক পদক্ষেপের কারণে শাজাহাপুর বাসির প্রশংসার জোয়ারে ভাসছে।
মন্তব্য