আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>চট্টগ্রাম লোহাগাড়া থানার চুনতি ডেপুটি বাজার এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।বুধবার ২১ আগস্ট ৪ টার দিকে লোহাগাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন (৫০)কক্সবাজার সদর লাইট হাউজ এলাকার মৃত মফজল হোসেনের পুত্র। হাসিনা বেগম (৩০)চট্টগ্রাম চান্দগাঁও থানার,চেয়ারম্যানঘাটা এলাকার মৃত মমতাজ উদ্দীন’র কন্যা।র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল লোহাগাড়ার চুনতি ডেপুটি বাজার এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানকালে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ জাকির হোসেন ও হাসিনা বেগম আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা।গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রি করতো।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে লোহাগরার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:রাশেদুল ইসলাম জানান।র্যাবের প্রেরণকৃত আসামিদের প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে,গতকাল দশটার দিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য