৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম পার্টি(বিএসপি)”র এর সুনামগঞ্জ জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত পটিয়ায় বিএনপির নেতাদের ঘরে,দলীয় অফিসে-আ,লীগের চিকা। পুঠিয়ায় চারদিনেও উদ্ধার হয়নি অপহৃত ছাত্রী রাজশাহীতে কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার,স্বামী পলাতক প্রতিশ্রুতি মিলল না,আলুতে ক্ষতির ভারে নুইয়ে কৃষক পোরশায় এক বৃদ্ধার লাশ উদ্ধার ও এক শিক্ষার্থীর সড়ক দুর্ঘটনায় নিহত লালপুরের চরাঞ্চলে পদ্মা নদীতে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টহল ধানের শীষের বিজয় নিশ্চিত করতে একসাথে মাঠে নামুন’ মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় প্রশাসনের অভিযান: দুই দোকানকে জরিমানা
  • প্রচ্ছদ
  • জাতীয় >> ঢাকা >> ঢাকা >> দেশজুড়ে
  • লালবাগ থানা পুলিশের অভিযানে ৯ আসামি গ্রেফতার
  • লালবাগ থানা পুলিশের অভিযানে ৯ আসামি গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন
    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক। ঢাকা লালবাগ থানা ডিএমপি পুলিশের অভিযানে,লালবাগে বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে,৯ আসামি গ্রেফতার করেছে পুলিশ।
    বৃহস্পতিবার (১ মে) লালবাগ থানার বিভিন্ন স্থানে,এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানাই,অভিযান পরিচালনা করে ২ টি মাদক মামলায় (ইয়াবা ট্যাবলেট গাঁজা) মোট ৫ জন, দস্যুতার প্রস্তুতি মামলায় ২ জন, নিয়মিত মামলার তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামী ১ জন, ডিএমপি অধ্যাদেশ মোতাবেক ১ জন সহ মোট ৯ জন আসামী গ্রেফতার কারা হয়েছে ।গ্রেফতারকৃত আসামী ও উদ্ধার হওয়া মালামাল হলো,মোঃ রানা (৪১) এর হেফাজত হতে মোট ০১ কেজি ২৬০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৪৭,৪৯০/-(সাতচল্লিশ হাজার চারশত নব্বই) টাকা ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ০২। মোঃ সিরাজ (৩৪), এর হেফাজত হইতে ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। ০৩। মোঃ হায়দার হোসেন (৩৬) এর হেফাজত হইতে ৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ সর্বমোট ০১ কেজি ৬০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা, যাহার মোট মূল্য অনুমান- ৪৮ হাজার) টাকা সহ নগদ ৪৭,৪৯০ টাকা ও ০২টি মোবাইল উদ্ধার করা হয়।আসামীমোঃ আসাদুর রহমান ওরফে আসাদ (৩২), এর হেফাজত হইতে ১০৮ পিস ইয়াব, মাদক বিক্রয়ের নদগ ২৭,৭৫০/- টাকা এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ০৫। মোঃ নয়ন খান (৩৭), এর হেফাজত হইতে ০৬ পিস ইয়াবাসহ মোট ১১৪ পিস ইয়াব ট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার মোট মূল্য ৩৪,২০০/- টাকা এবং নগদ ২৭,৭৫০/- টাকা ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।মোঃ আল আমিন (২৬), এর হেফাজত হইতে দস্যুতা প্রস্ততি মামলায় ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় এবং ০৭। হিমু (২৪) এর হেফাজত হইতে ০১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফা কামাল খান বলেন,লালবাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জন আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা  পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page