কাজী মাহমুদুল হাসান,নাটোর >>> নাটোর জেলার লালপুর উপজেলার চরাঞ্চলে পদ্মা নদীপথে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ টহল পরিচালনা করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল চরাঞ্চলের বিভিন্ন স্থানে নদীপথে টহল দেয়।টহল চলাকালে পুলিশ সুপার নদীপথের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি লালপুর থানা পুলিশও পাবনা ও কুষ্টিয়া জেলার সীমান্তসংলগ্ন চরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।সম্প্রতি রাজশাহীর বাঘা ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী চর এলাকায় গোলাগুলির ঘটনার পর থেকে লালপুর অঞ্চলে নদীপথে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। চরাঞ্চলে যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।এই টহল কার্যক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল), লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা গোয়েন্দা শাখার ওসিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











মন্তব্য