মোহাম্মদ সোহেল রানা বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের রুমা উপজেলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়নাধীন দুটি পরিবেশ বিষয়ক প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ জুন) সকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতের ফলজ বনজ ও ঔষধি গাছের চারা স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়।উল্লেখ্য, ইউএনডিপির “করলিয়া” ও “বায়োডাইভারসিটি” প্রকল্প দুটি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।বৃক্ষরোপণ কর্মসূচিতে হ্যাপিহীল, চায়রাগ্র, ক্যলুংক্ষ্যং এবং বাসাত্লাং পাড়ার বাসিন্দারা অংশগ্রহণ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান ও কারবারিগণ।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জেমস বম, বায়োডাইভারসিটি প্রকল্পের সমন্বয়কারী জেসমিন বম, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।আয়োজকরা জানান, এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি পাবে, বনজ সম্পদ সংরক্ষণ এবং স্থানীয়দের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
মন্তব্য