নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীর রামখানায় গণসংযোগ করেছে বিএনপি। শনিবার (২৮ জুন) বিকেলে ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে শতাধিক নেতাকর্মী লিফলেট বিতরণ করেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। তারা সাধারণ মানুষের মাঝে ৩১ দফার মূল বার্তা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা তুলে ধরেন।
আজিজুল হক বলেন,“৩১ দফা দলীয় প্রচার নয়, এটি জনগণের রাষ্ট্র গড়ার রূপরেখা। তাই ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে তা পৌঁছে দিচ্ছি।”
প্রচারে আরও অংশ নেন—আব্দুল হাকিম মাস্টার, সাবরুদ্দিন বি.এস.সি, আব্দুর ছামাদ মণ্ডল, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, জামালউদ্দিনসহ রামখানা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।এ সময় বাজারজুড়ে সাধারণ মানুষের মাঝে কর্মসূচি নিয়ে আগ্রহ দেখা যায়।
মন্তব্য