এ কে আজাদ রানীশংকৈল প্রতিনিধি।>>>>
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পাটগাঁও পুরাতন সেন্টার সড়কে দুর্ঘটনা ঘটছে।সরজমিনে গিয়ে জানা আজ রাত ৮,৩০ ঘটিকায় রানীশংকৈল থেকে ঢাকাগামী নাইট কোচের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে এতে মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন আল-আমিন(৩৫) পিতা মোঃ বেলাল হোসেন, মাজেদ(৪০) পিতা আঃ রহমান,বেলাল পিতা তোফাজ্জল হোসেন(৩৮) সকলের গ্ৰাম আমজুয়ান ৫ নং বাচোর ইউনিয়ন তারা রানীশংকৈল থেকে পীরগঞ্জ যাওয়ার পথে পাট গাঁও পুরাতন সেন্টার নামক স্হানে পিছন থেকে নাইট কোচ ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ে তারা রাস্তায় পড়ে যায়। ঘটনা স্থল থেকে এলাকাবাসী উদ্ধার করে তাদের অটোরিকশা যোগে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে আসেন আল-আমিনের আহত অবস্থা গুরুতর হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।রংপুর মেডিকেল কলেজে যাওয়ার পর আল-আমিন মৃত্যুবরণ করেন। এবং বাকি দুই জনের আহত কম হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
মন্তব্য