২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুই মিষ্টির দোকানে ৮০ হাজার টাকা জরিমানা রংপুরে আনসার মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী বিএনপির ৩১ দফার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তরুণ কর্মীরা ছাতকের চরমহল্লা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে দু”পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা রাঙ্গুনিয়ায় মৎস্যজীবীদের ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তানোরে অনিরাপদ পদ্ধতিতে কীটনাশক ব্যবহার, স্বাস্থ্যঝুঁকিতে কৃষকরা ফরিদপুরের নগরকান্দায় জোরপূর্বক জমির ধান কেটে নেওয়ায় থানায় অভিযোগ বাংলাদেশে ইন্টার্নশিপ করতে যাওয়া মালদ্বীপের শিক্ষার্থীকে হাইকমিশনারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা। সাতকানিয়া একতা ট্রাক্টর মালিক শ্রমজীবী সমবায় সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত!
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> রাজশাহী
  • রাজশাহীতে ইটভাটা থেকে কোটি টাকার ইট লুটপাটের অভিযোগ
  • রাজশাহীতে ইটভাটা থেকে কোটি টাকার ইট লুটপাটের অভিযোগ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিনিধি,রাজশাহী>>> রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের আন্দুয়া এলাকার এ এসএম বিক্সিস নামে একটি ইটভাটা অবৈধভাবে দখল করে প্রায় কোটি টাকার ইট লুটপাটের অভিযোগ উঠেছে।গত(২অক্টোবর) বেলা এগারোটার দিকে এমন ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ঝালুকা ইউনিয়নের ভুক্তভোগী ওই ইট ভাটার মালিক মো: আশরাফ আলী।তিনি বক্তব্যে বলেন,সরকার পরিবর্তনের সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে আমার  ইটাভাটা দখল পূর্বক কোটি টাকার ইট লুটপাট করে নিয়ে গেছে কবিরসহ তার লোকজন।আমি দুবছর আগে ওই ইট ভাটা নওশাদ নামের ব্যক্তির কাছে থেকে কবিরের সন্মতিতে ৪০ লাখ টাকায় কিনে নিই।পরবর্তীতে কবির ওই ভাটার উপর মামলা দায়ের করে।তবে মামলা চলামান অবস্থায় থাকা সত্বেও গত (৬আগষ্ট) সরকার শেখ হাসিনা পতনের পর জোর করে কবিরের লোকজন এসে ইট ভাটা থেকে ১২ থেকে ১৩ লক্ষ ইট লুটপাট করে নিয়ে যায়।সেই ইট গুলো কবির দূর্গাপুরের কুহার, ঝালুকা, গোদাগাড়ী সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে অপরাধীদের বিচার দাবি করছি এবং আমার ক্ষতিপূরণসহ আমার ইটভাটা বুঝে চাচ্ছি।এবিষয়ে কবির হোসেনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি ভাটার মালিক দাবি করে বলেন, ২০২২ সাল থেকে আশরাফ অবৈধভাবে ইট ভাটা দখল করে ব্যবসা করে আসছে।এ নিয়ে আদালতে মামলা চলমান। অভিযোগ অস্বীকার করে কবির হোসেন বলেন,মালিকানার সকল কাগজপত্র আমার কাছে আছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page