নিউজ ডেক্স >>> কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী ট্রায়াথলন-২০২৫ প্রতিযোগিতা। বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (১০ মে) সকালে এ আয়োজন করা হয়।”Swim, Ride, Run – Boishakhi Fun!”- এই শ্লোগানে মেরিন ড্রাইভের ইনানী রেজু খাল থেকে শুরু হয়ে বেওয়াচ, লাল কাঁকড়া বিচ ও পাটুয়ারটেক সৈকত পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে একজন বিদেশী নাগরিকসহ দেশের বিভিন্ন অঞ্চলের ১৯৮জন নারী ও পুরুষ সাঁতারু, সাইক্লিস্ট এবং দৌঁড়বিদ অংশগ্রহণ করেন।প্রতিযোগিতা শেষে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এছাড়াও প্রতিটি শ্রেণীর প্রথম ১০ জন অংশগ্রহণকারীকে স্মারক ক্রেস্ট এবং ট্রায়াথলন সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে একটি আকর্ষণীয় মেডেল ও একটি ই-সার্টিফিকেট দেয়া হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।বৈশাখী ট্রায়াথলন-২০২৫ পর্যটন শহর কক্সবাজারের ইতিবাচক ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি সুস্থ শারীরিক এবং মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও সহিষ্ণুতা অর্জনে সক্ষমতা সৃষ্টি করবে বলে জানান আয়োজকরা।
মন্তব্য