মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী,কুড়িগ্রাম >>> হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে এবং ইসকন সদস্যের মাধ্যমে গাজীপুরে মুসলিম শিশু ধর্ষণের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার খড়িবাড়ি বাজারে স্থানীয় মুসলিম জনতা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা ফুলবাড়ী উপজেলা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হামজা বলেছেন,’ মুসলমানের দেশে মুসলমানকেই টার্গেট করে ইসকন বাংলাদেশে থাকতে পারবেনা।’তিনি আরো বলেন,’ উগ্রবাদী হিন্দুরা ১৯৬৬ সালে ইসকন গঠনের পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার ও আফগানিস্তান নিয়ে রামরাজ্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চায় এসব অঞ্চলে যেন হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের মানুষের নাম নিশানা না থাকে। এই সন্ত্রাসী গুষ্টি বারবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেলেও কেন তাদের নিষিদ্ধ করা হচ্ছে না? এই সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে, ব্যবসা-বাণিজ্যে হাত দিয়েছে, সাংবাদিকতায় হাত দিয়েছে সকল সেক্টরে সেক্টরে ইসকন সদস্যরা বসে বসে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এরপরেও আমরা দেখছি বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তাদের পূজা মন্ডপে মন্ডপে গিয়ে গীতা পাঠ করছে পূজার শুভেচ্ছা জানাচ্ছে। আমি সাংবাদিকদের মাধ্যমে তাদের বলে দিতে চাই, যারা মুশরিক তারা কোনদিনও মুসলমানের বন্ধু হতে পারেনা পারেনা পারেনা। আজকে এই উগ্রবাদীরা মসজিদের ইমামদের টার্গেট করেছে, মুসলমানদের শিশু কন্যা শিশুদের টার্গেট করেছে, মুসলিম শিশুদের ধর্ষণ করছে। মুসলমানের দেশে মুসলমানকেই টার্গেট করে ইসকন বাংলাদেশে থাকতে পারবেনা। তাদের অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে।’বিক্ষোভ সমাবেশে মুফতি আমির হামজা ছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়াসহ অন্যান্য উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।











মন্তব্য