বাবুল রানা মধুপুর টাংগাইলে প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে বোরো মৌসুমের ধান চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য অধিদপ্তর।
আজ (১৮মে) বৃহস্পতিবার দুপুরে মধুপুর পৌরশহরের কলেজ পাড়ার খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়।এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য ও গুদাম কর্মকর্তা শাকিলা শারমিন। ধান-চাল ক্রয় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন। এ সময় মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, গুদাম কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও শোলাকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নামনি, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমূখ।চলতি মৌসুমে মধুপুর উপজেলায় কৃষকের নিকট থেকে ৩০টাকা কেজি দরে ১১ হাজার ৬০ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ৬ হাজার চারশ ২৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য শষ্য সংগ্রহ জোরদার করেছে খাদ্য বিভাগ।











মন্তব্য