মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি
কুমিল্লা মদিনার জামাতের উদ্যোগে আসছে পবিত্র ঈঁদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মদিনার জামাতের কেন্দ্রীয় কার্যালয় কামাল্লা দরবার শরিফে,তিনদিনব্যাপী ৪৮ তম, ইছালে ছাওয়াবের মাহফিল ২০২৩, আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে, মদিনার জামাতের ভবিষ্যৎ মাধ্যমনি, পীরজাদা প্রিন্সিপাল মাওলানা মোঃ সাইফুর রহমান খন্দকার ও পীরজাদা মাওলানা মোঃহেদায়েত উল্লাহ্ খন্দকারের পরিচালনায়, ও কামাল্লা দরবার শরিফের পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব হুজুরের সভাপতিত্বে, মাহফিলে আলোচনা পেশ করেন আলহাজ্ব হজরত মাওলানা মুফ্তী জহিরুল ইসলাম ফরিদি সাহেব ঢাকা,আরো উপস্থিত ছিলেন, প্রফেসর ড,মুহাম্মদ আহসান উল্লাহ্,সাবেক ভিসি,ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মহসিন কবির ইউসুফী সাহেব,নারায়ণগঞ্জ, পীর সাহেব কদমতলী কুমিল্লা, বাংলাদেশ নুরে মদিনা ছাএ কাফেলার সৌজন্যে, মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু হানিফ আল কাদ্বেরী,মাওলানা হাবিবুর রহমান সরকার, মাওলানা হাবিবুল্লাহ বেলালী, মঈনুদ্দিন খন্দকার সহ অসংখ্য আলেম ওলামা,তোলাবা,ও পীর সাহেব হুজুরের ভক্ত মুরীদ,আশেকীন ও সালেকীন এ সময় উপস্থিত ছিলেন, এবং তিন দিনব্যাপী এ মাহফিলে অসংখ্য আলেম ওলামা পীর-মাশায়েখ ওলামায়ে কেরাম অংশগ্রহণ করিবেন,,
মন্তব্য