৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সাতকানিয়াবাসীর সেবক হিসেবে কাজ করবো নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • দেশজুড়ে >> কুড়িগ্রাম >> রংপুর >> রংপুর >> শীর্ষ সংবাদ >> সিলেব্রিটি >> সোস্যাল মিডিয়া
  • ভূরুঙ্গামারীর বাঁশজানিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক পতাকা বৈঠক।
  • ভূরুঙ্গামারীর বাঁশজানিতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক পতাকা বৈঠক।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধি>>>

    ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিপক্ষ ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর মইদাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯৭৬/১৩- এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে বাঁশজানি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিপক্ষ ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য মূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।এসময় পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন, বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এবং ভারতের পক্ষে ১৪ সদস্যের নেতৃত্ব দেন শ্রী সঞ্জয় কুমার, কমান্ডেন্ট, ১২৯ বিএসএফ ব্যাটালিয়ন। এছাড়াও উক্ত পতাকা বৈঠকের সময় উভয় দেশের স্টাফ অফিসার, কোম্পানী ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন। পতাকা বৈঠক আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং কোন সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়। এছাড়া দু’দেশের সীমান্তে কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয় এবং দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন। পরিশেষে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page