৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এডিবি কান্ট্রি ডিরেক্টর হোয়ে গুম, খুন, হত্যা ও জুলুম থেকে মুক্তি পেতে ১১দলীয় জোটকে বিজয়ী করুন। আসিফ মাহমুদ সজিব ভুইয়া চাটখিলে জেএসডির প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর জনসংযোগ বান্দরবানে ৩০০ নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে বিএনপির বিশাল মিছিল,লিফলেট বিতরণ ও পথসভা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ব্রাহ্মণবাড়িয়া
  • ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার হুমকি।নিরাপত্তাহীনতায় থানায় জিডি
  • ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান শিক্ষককে আওয়ামী লীগ নেতার হুমকি।নিরাপত্তাহীনতায় থানায় জিডি

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বাপ্পি আহমেদ।ব্রাহ্মণবাড়িয়া>>> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বিদ্যালয়ের অর্থ আত্মসাতের মামলা তুলে নিতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।উপজেলার ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহআলম উচ্চ বিদ্যালয়ের এ ঘটনায় বৃহস্পতিবার জীবনের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেলিনা বেগম।হত্যার হুমকি দেওয়া ওই নেতার নাম মোহাম্মদ আলী চৌধুরী। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।ভুক্তভোগী প্রধান শিক্ষক সেলিনা বেগমের  অভিযোগ,আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী তিনি আলহাজ্ব শাহ্আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বপালন করে আসছেন।তিনি বিদ্যালয়ে কমিটির দায়িত্ব নেয়ার পর থেকে ক্ষমতা অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করছেন।আর এ কাজে তাকে সার্বিক সহযোগিতা করেছে ছয়ঘড়িয়া আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল বাশার প্রকাশ মোবারক (৬০) এবং ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য হুমায়ুন মিয়া (৪০)।সেলিনা বেগম বলেন,আবুল বাশার প্রকাশ মোবারক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা কালীন তিনি স্কুলের টাকা আত্মসাৎ পূর্বক প্রতারণা করায় এ বিষয়ে আদালতে তিনি মামলা দায়ের করেন।যা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরাো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র নিকট তদন্তাধীন।ওই মামলা দায়েরের পর থেকেই মোহাম্মদ আলী চৌধুরী ও মোবারকসহ অন্যরা মামলার বাদি প্রধান শিক্ষক সেলিনা বেগমকে বিভিন্ন ভাবে মামলা তুলে নিয়ে মামলা আপোষ মিমাংসা করার জন্য হুমকিধামকি দিতে থাকে।তাছাড়াও বিবাদীরা বিভিন্ন লোক দিয়েও মামলা তুলে নিতে হুমকি অব্যাহত রাখে।অভিযোগ সূত্রে জানাযায়,গত ২৬মে সকালে পৌরশহরের সড়কবাজারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রধান শিক্ষক সেলিনা বেগমকে মামলা তুলে নিতে প্রকাশ্যে হুমকি প্রদান করেন।এসময় মোহাম্মদ আলী চৌধুরী চরম ক্ষিপ্ত হয়ে বলেন,যেকোন মূল্যে তোমাকে মামলা তুলে নিতে হবে।আর যদি মামলা না ওঠানো হয় তাহলে ওই বিদ্যালয়ে কিভাবে চাকরি করা হয় তা তিনি দেখে নেবেন।এসময় তিনি হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন সেলিনা বেগম।পরে জীবনের নিরাপত্তা চেয়ে আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি।যদিও তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আলহাজ্ব শাহ্ আলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী।তিনি বলেন,ওই প্রধান শিক্ষককের সঙ্গে আমার দেখা হয়নি দীর্ঘদিন,হুমকি দিবো কিভাবে?

    বাপ্পি আহমেদ
    ২ জুন ২০২৪
    মোবাইল: ০১৯১১৫৯৮৯০৭

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page