৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় হিন্দু পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অপচেষ্টা সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান, এসকেভেটর অকেজো চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ, হাইকোর্টের রায় নৌবাহিনীর স্কুলের বাসের ধাক্কায় গুরুত্বর আহত এক  ব্যবসায়ী সকল ধর্ম ও বর্ণের মানুষের একটাই পরিচয় হবে আমরা বাংলাদেশি। বোয়ালখালীতে গভীর রাতে প্রবাসীর ঘরে দুর্বৃত্তদের তাণ্ডব, আহত দুই চট্টগ্রাম বন্দর পরিদর্শনে এডিবি কান্ট্রি ডিরেক্টর হোয়ে গুম, খুন, হত্যা ও জুলুম থেকে মুক্তি পেতে ১১দলীয় জোটকে বিজয়ী করুন। আসিফ মাহমুদ সজিব ভুইয়া চাটখিলে জেএসডির প্রার্থী অধ্যাপিকা রেহানা জিলানীর জনসংযোগ বান্দরবানে ৩০০ নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে বিএনপির বিশাল মিছিল,লিফলেট বিতরণ ও পথসভা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • ক্রিকেট
  • বিশ্বকাপে নারাইনকে চান পাওয়েল
  • বিশ্বকাপে নারাইনকে চান পাওয়েল

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    স্পোর্টস ডেস্ক>>> অবসর ভেঙ্গে ঘরের মাঠে আগামী টি-টোয়েন্টি বিশ^কাপে খেলার জন্য সুনীল নারাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল।টি-টোয়েন্টি ক্যারিয়ারে গত মঙ্গলবার প্রথম সেঞ্চুরি করেন নারাইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঐ ম্যাচে বল হাতে দুই উইকেটও নেন কোলকাতা নাইট রাইডার্সের নারাইন।ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলার পর ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৩৫ বছর বয়সী নারাইন।তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নারাইনকে পাওয়ার প্রত্যাশা করছেন পাওয়েল।রাজস্থানের হয়ে খেলা পাওয়েল বলেন,‘গত ১২ মাস যাবত তার কানে ফিসফিস করছি আমি। কিন্তু সে কারও কথাই শুনছে না।’পাওয়েলের আশা,আইপিএলের সাথে যুক্ত থাকা ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটার কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং নিকোলাস পুরানরা রাজি করাতে পারবেন নারাইনকে।পোলার্ড-ব্রাভো কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং লক্ষেèৗর হয়ে খেলছেন পুরান।ওয়েস্ট ইন্ডিজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য পুরান।বাঁ-হাতি ব্যাটার নারাইন সাধারনত মিডল কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকেন।কিন্তু আইপিএলের এই মৌসুমে কোলকাতার ইনিংস উদ্বোধন করছেন তিনি।মঙ্গলবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারাইন।এখন পর্যন্ত এবারের আসরে ২৭৬ রান করেছেন তিনি।পাশাপাশি হাই-স্কোরিং উইকেটে বল হাতে ৬ দশমিক ৮৭ ইকোনমি রেটে ৭ উইকেট শিকার করেছেন নারাইন।এই মৌসুমের শুরুতে নারাইন বলেছিলেন,‘বাড়িতে বসে আগামী বিশ্বকাপ দেখবেন।’কিন্তু সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসার বিষয়ে জানতে চাওয়া হলে রহস্যময় প্রতিক্রিয়া ব্যক্ত করেন নারাইন।২০১২ সালে অভিষেকের পর ৫১টি টি-টোয়েন্টি খেলা নারাইন বলেন,‘এখন পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল আছে।তবে দেখা যাক ভবিষ্যৎ কি হয়।’

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page