নিজস্ব প্রতিনিধি:
রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদকে গণ সংবর্ধনা প্রদান সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।২২ জানুয়ারী (মঙ্গলবার) বাগমারা’র ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগ আয়োজিত গণ সংবর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।অনুষ্ঠানে ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নব নির্বাচিত সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ইব্রাহিম হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড.পি এম শফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাড. জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান,২নং নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার আবুল,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার,১নং গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সুরাত আলী প্রামাণিক, ১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বুলবুল প্রমুখ।
মন্তব্য